আজ শেখ হাসিনার একাদশ কারান্তরীণ দিবস

নিউজ ডেস্ক:: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১১তম কারান্তরীণ দিবস আজ। ২০০৭ সালে কথিত দুর্নীতিবিরোধী অভিযানের নামে তৎকালীন ড. ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার শেখ হাসিনাকে গ্রেফতার করে।

১৬ জুলাই ওই অভিযানে ধানমন্ডির নিজ বাসভবন সুধাসদন থেকে গ্রেফতার হন শেখ হাসিনা। পরে তাকে নিম্ন আদালতে তোলা হলে সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

কারাগারে যাওয়ার আগে চিঠি লেখেন শেখ হাসিনা। এতে দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘উপরে আল্লাহ রাব্বুল আলামিন ও আপনারা দেশবাসী আপনাদের উপর আমার ভরসা।’

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কখনো মনোবল হারাবেন না। যে যেভাবে আছেন অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ান।’

দীর্ঘ ১১ মাস কারাবন্দী থাকেন শেখ হাসিনা। পরে দেশীয় ও আন্তর্জাতিক চাপের মুখে ২০০৮ সালের ১১ জুন জামিনে কারামুক্ত হন তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *