ছাতকে মরহুম মাহবুবুর রশীদ স্মরণে শোকসভা অনুষ্টিত

শংকর দত্ত:: ছাতক উপজেলধীন কৃষ্ণনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমাজের কেন্দ্রিয় যুগ্ম সম্পাদক মাহবুবুর রশীদ স্মরণে এক শোকসভা গতকাল বৃহস্পতিবার বিকেলে গোবিন্দগঞ্জ তানজিনা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। গোবিন্দগঞ্জ ক্লাষ্টারের শিক্ষক-শিক্ষিকার আয়োজনে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা কমিটির সভাপতি, উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল।

বাগইন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাওলানা ফিরোজ আহমদের সভাপতিত্বে এবং শিক্ষক নেতা পংকজ দত্ত ও রেজ্জাদ আহমদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত শোক সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সদস্য,বাংলাদেশ জেলা পরিষদ মেম্বার্স এসোসিয়েশনের সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মো. আব্দুস সহিদ মুহিত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, ইউআরসি ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, মুক্তিযোদ্ধা কবির উদ্দিন লালা, সাবেক চেয়ারম্যান সুন্দর আলী, প্রভাষক নূর আহমদ, উপজেলা শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোনায়েম খান, সাবেক সাধারন সম্পাদক এ এস এম মিসবাহুজ্জামান শিলু, বাগবাড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম।

সভায় স্বাগত বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। বক্তব্য রাখেন, জেলা শিক্ষক নেতা সন্তোষ কুমার চন্দ। শিক্ষক মারফত আলী, নুরুল হক, জয়ন্তি দেবনাথ, কামাল উদ্দিন, আব্দুল কাইয়ূম সাকি, রুহুল আমিন পলাশ, খলিলুর রহমান আলাছ উদ্দিন ফয়ছল আহমদ, পরিবারের পক্ষ থেকে মরহুমের বড় ভাই ফয়জুর রশীদ চৌধুরী, মরহুম শিক্ষকের একমাত্র সন্তান মিতাহির রশীদ ফাহিম প্রমুখ। এসময় বিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের মধ্যে মমিনুর রহমান, শামছুল ইসলাম, চন্দন চন্দ্র পাল, মানিক মিয়া, জগত জ্যোতি ভৌমিক, বাসবী চৌধুরী লিলি, পূরবী চৌধুরী, মুজিবুর রহমান, খালেদ হাসান, মোস্তাক হোসেন, আব্দুল বাছিত, বাবু লাল শর্ম্মা, মোজাম্মিল হোসেন, নেছার আহমদ, আবু তাহের, কমর উদ্দিন, দিবাংশু দত্ত, ফখর উদ্দিন, পরিতোষ পুরকায়স্থ, সিদ্দিকুর রহমান, সেলিম আহমদ, সাইদুল আলম ডালিম, বাবুল আহমদ, নুরুজ্জামান, হেপী রানী দে, সোমা দত্ত, আছমা বেগম, হেপী রানী পাল, মৌসুমী আক্তার মুক্তা, ফাতেমা বেগম, মমতাজ বেগম, ফৌজিয়া বেগম, নার্গিস আক্তার, শেলী রানী দাস, শিখা রানিী দাস, শাহানা সুলতানা, অর্পনা রানী চন্দ, শাহনাজ বেগম, সুবর্না সামন্ত, সঞ্জয় কুমার দাস, পিংকু দাস, শাহীন আহমদ, মানিক মিয়া, কাজী আবু ফহিম, সুরঞ্জিত দাস, হুসমত আলী, জীবন কুমার চন্দ, শাওন চক্রর্ত্তী, রমিজ উদ্দিন, আব্দুল লতিফ, মাহবুব উদ্দিন, বসু মালাকারসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন শহিদুল ইসলাম। সভার পূর্বে সভায় উপস্থিত সকল শিক্ষক-শিক্ষিকা কালো ব্যাজ ধারন করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *