৭২ ঘণ্টার মধ্যে হজযাত্রীর ‘আবাসন তথ্য’ পাঠাতে সৌদির নির্দেশ

নিউজ ডেস্ক:: হজযাত্রী আগমনের ৭২ ঘণ্টা আগে তার আবাসন সংক্রান্ত এবং আগমনের সকল তথ্যাবলি অনলাইনে আপডেট দেয়ার নির্দেশনা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে প্রত্যেক হজযাত্রীর আবাসন সংক্রান্ত তথ্য সংবলিত স্টিকার নিজ নিজ পাসপোর্টে লাগানো নিশ্চিত করতে বলা হয়েছে।

ধর্ম মন্ত্রনালয়ের উপসচিব (হজ -২শাখা) এস এম মনিরুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, হজযাত্রীদের উন্নত সেবা প্রদানের লক্ষ্যে আবাসন সংক্রান্ত সঠিক ও নির্ভুল তথ্যাদি দিয়ে অনুমোদিত হজ এজেন্সি ও মোয়াল্লেমের সঙ্গে সার্বিক সহযোগিতা ও সমন্বয় করতে হবে।

প্রত্যেক গ্রুপের জন্য একজন নির্দিষ্ট গ্রুপ লিডার থাকতে হবে, যিনি বিমানবন্দর থেকে বের হওয়ার ব্যাপারে যাবতীয় কার্যাবলী সম্পাদন ও হজযাত্রীদের সার্বিক তদারকির দায়িত্ব নিবেন।

এদিকে সৌদি ই-হজ সিস্টেমে পাসপোর্ট স্টিকার প্রিন্ট অপশন অ্যাকটিভ করা হয়েছে। এর মাধ্যমে খুব সহজেই একজন যাত্রী পাসাপোর্টে স্টিকার প্রিন্ট নিতে পারবেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *