থাই গুহা থেকে উদ্ধার কিশোরদের প্রথম ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক:: দুই সপ্তাহের বেশি সময় ধরে থাইল্যান্ডের উত্তরাঞ্চলের থাম লুয়াং গুহায় আটকে ছিল ১২ কিশোর ফুটবলার ও তাদের কোচ। তাদেরকে উদ্ধারে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও শ্বাসরুদ্ধকর এক উদ্ধার অভিযান চালায় থাই সরকার। থাই নেভি সিল সদস্যদের সঙ্গে এ উদ্ধার অভিযানে যোগ দেন বহু অান্তর্জাতিক বিশেষজ্ঞ। এ উদ্ধার অভিযান কতটা ভয়াবহ ও ঝুঁকিপূর্ণ ছিল, শুধু বাইরের চিত্র দেখেই এতদিন সেটি স্পষ্ট বোঝা গেছে। এবার দেখা গেল গুহার উদ্ধার অভিযানের ভেতরের চিত্র।

গত ৮, ৯, ১০ জুলাই যথাক্রমে রবি, সোম ও মঙ্গলবার আটকেপড়া কিশোরদের উদ্ধারে চূড়ান্ত অভিযান শুরু করে ১৮ জনের একটি বিশেষজ্ঞ উদ্ধারকারী দল। তিন দিনের অভিযানে তাদের সবাইকে ধাপে ধাপে বাইরে বের করে আনা হয়।

১১ জুলাই বুধবার থাই নেভি সিল উদ্ধার অভিযানের ভেতরের কিছু ভিডিও তাদের ফেসবুকে পোস্ট করেছে। এ ভিডিওগুলো দেখেই বোঝা যাচ্ছে কতটা ঝুঁকিপূর্ণ ও কষ্টকর ছিল এ অভিযান। ভিডিওর শুরুতে থাই নেভি সিল লিখেছে, ‘যে অভিযানটি বিশ্ব কখনো ভুলবে না।’

ปฏิบัติการที่โลกต้องจดจำThe operation the world never forgets.18 วัน ที่ผู้คนทั้งโลกรวมใจมาอยู่ด้วยกัน รวมพลังช่วยกันพานักฟุตบอลทีมหมูป่าอะคาเดมี 12 คนและโค้ช กลับบ้านและเราจะจดจำความเสียสละ ความงดงามในจิตใจของเรือโทสมาน กุนัน ตลอดไป“ภารกิจไม่สำเร็จ ไม่พบเราไม่เลิก”Hooyah Hooyah Hooyah

Posted by Thai NavySEAL on Wednesday, July 11, 2018

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *