বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী সিলেট জেলা সংসদের একনিষ্ট সহযোদ্ধা তানভীর আহমদ ইমু ইন্তেকাল করেছেন। বুধবার (১১ জুলাই) দুপুর ১ টার সময় সিলেটের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ব্রেইন ইনফেকশন জনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ১৮ বছর। এ বছর সিলেট সরকারি কলেজ থেকে এইচএসসি পরিক্ষায় অংশগ্রহণ করেন। আগামী ১৯ জুলাই তার ফল প্রকাশ হওয়ার কথা রয়েছে। তানভীর আহমদ ইমুর অকাল মৃত্যুতে উদীচী সিলেট জেলা সংসদ শোক প্রকাশ করেছেন। উদীচীর সভাপতি কবি এ কে শেরাম ও সাধারণ সম্পাদক ড. অভিজিৎ দাস স্বাক্ষরিত এক শোকবার্তায় গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় বলেন, খুব অল্পসময়ে তিনি সাংস্কৃতিক অঙ্গনে নিজের প্রতিভার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছিলেন। গান, আবৃত্তি, নৃত্য ও নাটকে সমানতালে কাজ করেছেন তিনি। সদ্য বাংলাদেশ বেতার সিলেটের একজন তালিভুক্ত নাট্যশিল্পী হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন। জগন্নাথপুর উপজেলার ছালিউরা গ্রামের আবদাল মিয়ার দ্বিতীয় পুত্র তানভীর আহমদ ইমু।
তাঁর এ অকাল মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন উদীচী কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ব্যরিস্টার আরশ আলী, সম্মিলিত নাট্য পরিষদের সাবেক সভাপতি সৈয়দ মনির হেলাল, উদীচী সিলেটের সহ-সভাপতি এনায়েত হাসান মানিক, সুমিতা দত্ত, মাধব রায়, রতন দেব প্রমুখ। বিজ্ঞপ্তি,
থিয়েটার মুরারিচাঁদের শোক,
তানভীর আহমদ ইমুর অকাল মৃত্যুতে এমসি কলেজের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার মুরারিচাঁদ শোক প্রকাশ করেছেন। থিয়েটারের সাধারণ পরিষদের আহ্বায়ক ফাহমিদা এলাহী বৃষ্টি ও সদস্য সচিব দেবদাস চক্রবর্তী স্বাক্ষরিত এক শোকবার্তায় অকাল মৃত্যুতে শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় জানানো হয়, তানভীর আহমদ ইমু বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে দক্ষ থাকায় কলেজ এবং থিয়েটারের বিভিন্ন অনুষ্ঠানে তাঁর সঙ্গ তাদের সমৃদ্ধ করেছিল। ডাক দিলেই যাকে পাওয়া যেত সে আজ নেই সেটা গ্রহণযোগ্য নয়। তারা তাঁর মৃত্যুতে সাংস্কৃতিক এক প্রদীপকে হারিয়েছেন বলে জানান। বিজ্ঞপ্তি