হযরত শাহজালাল (রহ.) এর দরগাহে বার্ষিক উরস উপলক্ষে সিলেটে প্রায় ৭০০ বছরের লৌকিক উৎসব ‘লাকড়ি তোড়া’ (ওরসের রান্নার জ্বালানী কাঠ সংগ্রহ) অনুষ্ঠিত হয়েছে। প্রতিবছর মাজারের বার্ষিক ওরসের তিন সপ্তাহ আগে এ উৎসব পালিত হয়।
বুধবার ‘লাকড়ি তোড়া’ উৎসবে হাজার হাজার ভক্ত আশেকান শাহজালাল মাজার থেকে প্রায় চার কিলোমিটার দূরে লাক্কাতুরা চা-বাগানের জঙ্গল থেকে লাকড়ি সংগ্রহ করা হয়।
জোহরের নামাজের পরে ভক্ত আশেকানরা মিছিল সহকারে লাকড়ি সংগ্রহে রওনা দেন। বাগানের নির্দিষ্ট টিলায় মিলাদ ও দোয়া অনুষ্ঠানের পর লাকড়ি নিয়ে দরগাহ শরীফে ফিরে আসেন। লাকড়ি তোড়া উৎসবে যোগদান করা ভক্ত আশেকানরা লাল সালু জড়িয়ে ‘লালে লাল, বাবা শাহজালাল’, আল্লাহু আকবার ধ্বনিতে মুখরিত করেন গোটা নগরী।
জানা গেছে, শাহজালাল (রহ.) এর জীবদ্দশায় এভাবে লাকড়ি সংগ্রহ করে রান্না করা হতো। সেই ঐতিহ্য রক্ষা করে ৭০০ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে লাকড়ি তোড়া সম্পন্ন হয়ে আসছে। এসব সংগ্রহ করা লাকড়ি নির্দিষ্ট স্থানে জমা করে রাখা হয়। আর এসব লাকড়ি দিয়েই ওরসে রান্না করা হয়।