আন্তর্জাতিক ডেস্ক:: পাকিস্তানে একটি নির্বাচনী সমাবেশে আত্মঘাতী বোমা হামলায় এক প্রার্থীসহ ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৫ জন। পুলিশের বরাত দিয়ে এ খবর দিয়েছে আল জাজিরা।
মঙ্গলবার উত্তর পশ্চিমাঞ্চলের পেশোয়ার শহরে আওয়ামী ন্যাশনাল পার্টির সমাবেশের এই হামলায় স্থানীয় রাজনীতিক হারুন বিলৌর নিহত হন। স্থানীয় পুলিশের প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হারুন আগামী ২৫ তারিখের নির্বাচনে প্রাদেশিক পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। তার বাবা বাশির বিলৌরও এএনপির একজন সক্রিয় রাজনীতিবিদ ছিলেন। তিনি ২০১২ সালে এক আত্মঘাতী হামলায় নিহত হন।
পুলিশ জানিয়েছে, হারুন দুই শতাধিক সমর্থকের সঙ্গে কথা বলছিলেন। তখনই বিস্ফোরণটি ঘটে। প্রাথমিক তদন্তে এটি আত্মঘাতী হামলা বলেই ধারণা পাওয়া গেছে। আর হামলাকারীদের লক্ষ্য ছিলো হারুন বিলৌর। তবে এখন পর্যন্ত এ হামলার দায় কেউ স্বীকার করেনি।