স্পোর্টস ডেস্ক:: লেগস্পিনার ফাহিমা খাতুনের হ্যাটট্রিকে নেদারল্যান্ডসে টি-২০ ক্রিকেট বিশ্বকাপের বাছাই পর্বে আরব আমিরাতকে ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা৷
এ জয়ের মধ্যে দিয়ে গ্রুপপর্বে টানা তিন ম্যাচ জিতলো সালমা-রুমানারা। ফলে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ৷
গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরব আমিরাত। দলীয় ২৮ রানের মাথায় সাজঘরে ফিরেছিল তাদের মাত্র একজন ব্যাটসম্যান। পরের ১১ রানেই বাকি ৯ ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের টিকিট ধরিয়ে দেন ফাহিমা, রুমানা, নাহিদারা।
ইনিংসের ১৩তম ওভারের শেষ ৩ বলে টানা ৩ উইকেট তুলে নিয়ে হ্যাটট্রিক পূরণ করেন ফাহিমা। পরের ওভারেই ২ বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন আরেক স্পিনার রুমানাও। সবমিলিয়ে মাত্র ১৬.২ ওভারে ৩৯ রানে গুটিয়ে যায় আরব আমিরাতের ইনিংস।
বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৮ রান খরচায় ৪ উইকেট নেন ফাহিমা। এছাড়া ২ ওভারে ১ মেইডেনের সহায়তায় ৪ রান খরচায় রুমানা ২টি ও ২.২ ওভারে ২ রান খরচায় ২ উইকেট নেন নাহিদা।
জবাবে শুরুতেই ওপেনার আয়শার উইকেট হারায় বাংলাদেশ৷ কিন্তু আরেক ওপেনার নিগার ও তিন নম্বরে ব্যাট করতে নামা সানজিদার ঝড়ো ইনিংসে মাত্র ৬ ওভার ৫ বলে জয় নিশ্চিত করে বাংলাদেশের মেয়েরা৷ সানজিদা ৯ বলে ১৫ রান করে আউট হলেও নিগার ২২ বলে ২১ করে অপরাজিত থাকেন৷
ম্যাচ সেরা হয়েছেন ফাহিমা।
আগামী ১২ জুলাই স্কটল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মাঠে নামবে বাংলাদশ। সেই ম্যাচ জিততে পারলে নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির টিকিট পাবে টাইগ্রেসরা। আর ফাইনাল জিতলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নটাও পূরণ হবে।