নিউজ ডেস্ক:: বাংলাদেশ সফরে আসছেন মিয়ানমারে নিযুক্ত জাতিসংঘের নতুন বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে।
জানা গেছে, বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের তথ্য-উপাত্ত সংগ্রহে তারা এ সফরে আসছেন। ক্রিস্টিন স্করানার বুর্জনার মিয়ানমার সফর শেষে আগামী ১২ জুলাই বাংলাদেশে আসবেন। আর বব রে আজ (৮ জুলাই, রোববার) বাংলাদেশে আসছেন।
সফরকালে মিয়ানমারে নব নিযুক্ত জাতিসংঘের বিশেষ দূত ক্রিস্টিন স্করানার বুর্জনার এবং কানাডার প্রধানমন্ত্রীর মিয়ানমারবিষয়ক বিশেষ দূত বব রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীসহ বিভিন্ন দাতা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
কমেন্ট