রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গুলিবিদ্ধ ১

নিউজ ডেস্ক::  রাজশাহীতে মাদকবিরোধী অভিযানকালে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলিতে আবদুল মালেক নামে এক মাদক কারবারী গুলিবিদ্ধ হয়েছেন।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে জেলার চারঘাট উপজেলার মুক্তারপুর গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আবদুল মালেক একই এলাকার বাসিন্দা।

ঘটনাস্থল থেকে ১২০ বোতল ফেনসিডিল এবং তিনটি রামদা উদ্ধার করা হয়েছে।

জেলা ডিবি পুলিশের পরিদর্শক খালিদ হোসেন জানান, ফেনসিডিল পাচারের গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মুক্তারপুর এলাকায় অভিযানে যায়।

রাত আড়াইটার দিকে তারা দেখেন, একটি বস্তা নিয়ে কয়েকজন ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছেন। এ সময় পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে রামদা নিয়ে পুলিশের ওপর হামলা করেন মাদক কারবারীরা। আত্মারক্ষায় পুলিশও গুলি করে। এতে আবদুল মালেকের বাম পায়ে গুলি লাগে।

গুলিবিদ্ধ আবদুল মালেককে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তর করেন। পুলিশ হেফাজতে তার চিকিৎসা চলছে।

মাদক ব্যবসায়ীদের হামলায় জেলা ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক ইমরান হোসেন ও কনস্টেবল এমদাদ হোসেনও আহত হয়েছেন। তাদেরও চিকিৎসা চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পরিদর্শক খালিদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *