নিউজ ডেস্ক:: নড়াইলে সদর উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ গোলাম মোস্তফা (৪৮) নামে এক যুবক নিহত হয়েছেন।
পুলিশের দাবি, নিহত গোলাম মোস্তফা মাদক বিক্রেতা। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, তিনটি গুলির খোসা এবং ৫৩ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৩টার দিকে সদরের লস্কারপুর বালু মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা নড়াইল সদরের চিলগাছা-রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানান স্থানীয়রা। পুলিশ জানায়, ডিবি ও থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে লস্কারপুর বালু মাঠ এলাকায় অভিযানে যায়। বিষয়টি টের পেয়ে মাদক বিক্রেতা ও সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
একপর্যায়ে অন্য সন্ত্রাসীরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে গোলাম মোস্তফাকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। পরে গোলাম মোস্তফাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে নড়াইল সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশের এসআই মিন্টু, ডিবি পুলিশের তিন এএসআই আব্দুর রহমান, মোস্তফা কামাল, নাহিদ নেওয়াজ ও কনস্টেবল ওলিয়ার আহত হয়েছেন। তাদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।