নিউজ ডেস্ক:: পাবনার বেড়ায় আপন মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করেছে তুহিন নামের এক যুবক। বুধবার (৪ জুলাই) ভোর রাতে উপজেলার নতুন ভারেঙ্গা ইউনিয়নের সোনাপদ্মা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে হত্যাকারী পলাতক রয়েছে।
নিহতরা হল তুহিনের মা বুলি খাতুন (৪০), ছোট ভাই তুষার (১০) এবং খালা মরিয়ম (৫০)। বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আশীষ বিন হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ভোর রাতে একটি ধারালো চাপাতি দিয়ে তুহিন বাড়িতে ঘুমিয়ে থাকা মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যা করে। নিহতদের চিৎকারে পাশের ঘর থেকে তুহিনের স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসলে পালিয়ে যায় সে। হত্যাকারী তুহিন মানসিক ভারসাম্যহীন বলে তার স্ত্রী দাবি করলেও পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তুহিনকে গ্রেফতারে অভিযান শুরু করেছে। এ ঘটনায় বেড়া থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।