কোটা সংস্কার: অভিভাবকদের অবস্থান পণ্ড, বেশ কয়েকজন আটক

নিউজ ডেস্ক:: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে ডাকা উদ্বিগ্ন অভিভাবক ও নাগরিক সমাজের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে।

মঙ্গলবার (৩ জুলাই) বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা করতে আসলে পুলিশের বাধার সম্মুখীন হয়। এসময় গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী জোনায়েদ সাকিসহ অভিভাবকদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এসময় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকের বিল্লাহসহ কয়েকজনকে আটক করে পুলিশ। এসময় জাবির ভূত্ববিজ্ঞান বিভাগের শিক্ষক রেনুমা বেগম। স্বইচ্ছায় পুলিশ ভ্যানে উঠে গেছেন। তিনি বলেন, ‘আমার ছাত্রকে ধরে নিয়ে গেলে আমিও যাবো। আমার ছাত্রকে আমি একা ছেড়ে দিতে পারি না।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *