সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ধুপাগুলে হামলায় আহত সাংবাদিক ইদ্রিছ আলীকে দেখতে সোমবার রাতে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে যান সিলেট সিটি কর্পোরেশনের সদ্য সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য, সিলেট মহানগর সভাপতি, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, সাধারণ সম্পাদক আলী আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক ইশতিয়াক আহমদ, জেলা যুবদল নেতা আব্দুশ শুকুর, জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক আব্দুল মালেক, বাংলাদেশ ফটো জানালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শংকর দাস, কৃতিশ তালুকদার।
এসময় তারা ইদ্রিছ আলীর চিকিৎসার খোঁজ খবর নেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।