সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় এম.সি কলেজের মেধাবী ছাত্রী রেজমিন হত্যাকারীর ফাঁসির দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৩ জুলাই মঙ্গলবার দুপুরে দক্ষিণ ছাতক উন্নয়ন পরিষদ সিলেটের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
দক্ষিণ ছাতক উন্নয়ন সিলেটের সভাপতি মোঃ মোজাহিদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম লিকসন মিয়ার পরিচালনায় মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন পরিষদের স্থায়ী সদস্য, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছাদিকুর রহমান ছাদিক, সাবেক সভাপতি মাহবুবুল আলম মুহিত, পিয়ার আলী মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক সায়েম আহমদ, পরিষদ স্থায়ী সদস্য ফয়সল আহমদ, আব্দুল মালিক, সহ সভাপতি যথাক্রমে হাবিবুর রহমান হাবিব, সমর রেজা, শেখ খালিদুর রহমান সাইদ, সোলেমান হোসেন, সাইফুর রহমান সমুজ, চুন্নু, যুগ্ম সম্পাদক যথাক্রমে নুরুল ইসলাম পাখি, অলিউর রহমান আলেক, আবুল খায়ের, আবুল কালাম, আব্দুল খালিক, সহ-সাংগঠনিক সম্পাদক ছালেহ আহমদ, সহ-প্রচার নেছার আলম, মাসুম আহমদ, সালমান আহমদ, ছিদ্দেক আহমদ, নাহিদ তালুকদার, আবুল লেইছ, আব্দুল আহাদ, আজিজুল ইসলাম, আলী আজম, আলমগীর, আমিনুল ইসলাম, এনামুল হক, আতিকুর রহমান, এম এ বারেক, দীন মোহাম্মদ, আঃ হামিদ, আলী হায়দার ইসলাম উদ্দীন। মানব বন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন সিলেট মহানগর মানবাধিকার ফান্ডেশনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলী, কলকলি উন্নয়ন সংস্থার সিলেটের সাধারণ সম্পাদক আব্দুস সোবহান, টুকেরবাজারের ব্যবসায়ী যুবলীগনেতা রেজাউর রহমান মোস্তাক, জিয়াপুরের এলাকাবাসীর পক্ষে জিয়াপুর প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম বকুল, বিএনপি নেতা কয়েছ মিয়া, কবি আব্দুল কাইয়ুম, আনহার আলী, সুজন মিয়া, শহর আলী, জুবেদ আহমদ, জাকিব আলী, মহররম আলী, পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র-ছাত্রীর পক্ষে বক্তব্য রাখেন ছালেহ আহমদ, শিরন মিয়া, শহীদুল ইসলাম, জহুর আলম, শাহ আলম, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষে রুহুল আমিন, মহিলা কলেজ সিলেট এর পক্ষে বক্তব্য রাখেন তানিয়া তাসলিমা, সুমাইয়া, সুলতানা, এমসি কলেজ এর পক্ষে মনোয়ার হোসেন, সাইদুর রহমান, লিডিং ইউনিভার্সিটির পক্ষে ফয়সল আহমদ, নোমান জায়েদ আহমদ, নিহত রেজমিন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন পিতা হাজী মজম্মিল আলী, বড় বোন তাজমিনা বেগম প্রমুখ।
মানব বন্ধন শেষে এক মৌন মিছিল পরবর্তী প্রতিবাদ সভায় বক্তারা রেজমিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকার ঘোষণা দেন। বক্তরা অবিলম্বে রেজমিন হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।
উল্লেখ্য, ছাতক উপজেলার সিংচা পাইড় ইউনিয়নের জিয়াপুর গ্রামের হাজী মজম্মিল আলীর মেয়ে এমসি কলেজের মেধাবী ছাত্রী রেজমিনকে গত ২৭ জুন তার ঘাতক স্বামী দরগাপাশা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সাফিউল ইসলাম বালিশচাপা দিয়ে শাসরুদ্ধ করে সিলেটের লিচু বাগানের বাসায় নির্মম নিষ্ঠুর ভাবে হত্যা করে। এ সময় রেজমিন অন্তসন্তা ছিলেন বলে জানা যায়। বিজ্ঞপ্তি