নিউজ ডেস্ক:: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক ফারুক হোসেনকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো.মাসুদুর রহমান।
তিনি জানান, শাহবাগ থানায় পুলিশের বিশেষ শাখার (এসবি) একটি মোটরসাইকেল পোড়ানোর মামলায় ফারুককে গ্রেফতার দেখানো হয়েছে।
এর আগে সোমবার (২ জুলাই) কোটা সংস্কার আন্দোলনকারীরা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জড়ো হতে গেলে ছাত্রলীগের কর্মীরা হামলা চালান। তাদের কিল, ঘুষি, লাথি মেরে ছত্রভঙ্গ করে দেয়া হয়। এতে বেশ কয়েকজন আহত হন। এসময় ফারুককে তুলে শাহবাগ থানায় দিয়ে আসে ছাত্রলীগের কর্মীরা।
মঙ্গলবার সকালে ফারুকের বড় ভাই মো. আরিফুল ইসলাম শাহবাগ, রমনা ও নিউমার্কেট থানায় গিয়ে তার ভাইয়ের সন্ধান পাননি। ফারুকের বড় ভাই জানান, ‘খোঁজ নিয়ে জানতে পারি ফারুককে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে কিন্তু থানায় গিয়েও ফারুককে পাওয়া যায়নি।’ ওই সময় শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান জানান, ‘আমাদের থানায় ফারুক নামে কেউ গ্রেফতার নেই।’
কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে গত শনিবার (৩০ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতি নেয়ার সময় ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়ে পরিষদের নেতাকর্মীদের মারধর করে। ওই সময় ঘটনাস্থলে একটি মোটরসাইকেল পোড়ানো হয়। ওই মোটরসাইকেলটি এসবির উল্লেখ করে ওই সেটি পোড়ানোর মামলায় ফারুককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যেই তাঁকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।