আন্তর্জাতিক ডেস্ক:: আফগানিস্তানে একটি আত্মঘাতী হামলার ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছে। দেশের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে ওই হামলার ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশই শিখ সম্প্রদায়ের।
পুলিশ জানিয়েছে, তারা একটি গাড়িতে করে প্রেসিডেন্ট আশরাফ গনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন। সে সময়ই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বর্তমানে নানগর প্রদেশে সফর করছেন প্রেসিডেন্ট গনি।
আগামী নভেম্বরে দেশের পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই নির্বাচনে দেশের একমাত্র শিখ প্রার্থী বোমা হামলার ঘটনায় নিহত হয়েছেন।
জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জানিয়েছে, তারা ওই হামলা চালিয়েছে। কয়েক ঘণ্টা আগেই জালালাবাদে একটি হাসপাতালের উদ্বোধন করেন প্রেসিডেন্ট গনি। নানগরে তিনি দু’দিনের সফর করবেন। আত্মঘাতী হামলার সময় সেখানে প্রেসিডেন্ট গনি ছিলেন না বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
নানগরের স্বাস্থ্য পরিচালক নাজিবুল্লাহ কামাওয়াল এএফপিকে জানিয়েছেন, হামলায় যারা নিহত হয়েছেন তারা শিখ সম্প্রদায়ের এবং হিন্দু। ওই হামলায় আরো ২০ জন আহত হয়েছে।