হবিগঞ্জ জেলার চুনারুঘাটে ধীরেন মুণ্ডা (৪০) নামে এক চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৭ জুন) রাতে চুনারুঘাটের লস্করপুর চা বাগান এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। ধীরেন মুণ্ডা মৃত বীর সিংহ মুণ্ডার ছেলে।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত) আলী আশরাফ জানান, বুধবার সন্ধ্যায় ধীরেন মুণ্ডা তার মাকে গোসলে পাঠিয়ে শুয়ে পড়ে। গোসল শেষে তার মা ধীরেন মুণ্ডাকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ মরদেহটি উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কমেন্ট