কামরান সমর্থনে সিলেট মহানগর শ্রমিক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের সমর্থনে নির্বাচনী প্রচার কৌশল নির্ধারণী বিশেষ বর্ধিত সভা (২৭ জুন) বুধবার তালতলাস্থ হোটেল গুলশান সেন্টারে অনুষ্টিত হয়েছে।

সিলেট মহানগর শ্রমিকলীগের সভাপতি এম. শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল আলম রোমেনের পরিচালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি এবং বাংলাদেশ আওয়ামীলীগের মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ সভাপতি ও সিলেট জেলা শ্রমিক লীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক বিজিত চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, এটিএম হাসান জেবুল এছাড়াও মহানগর ২৭টি ওয়ার্ডের শ্রমিকলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশেষ বর্ধিত সভায় ২৮জুন (বৃহস্পতিবার) আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের মনোনয়ন জমাদানকালে দুপুর ১২টায় নির্বাচন অফিসে সকলকে উপস্থিত থাকার সিদ্ধান্ত হয় এবং প্রতিটি ওয়ার্ড, বেসিক সংগঠনের আলাদা আলাদা নির্বাচনী প্রচার টিম গঠন করা হয়। নির্বাচনী প্রতীক পাওয়ার দিন সকল ওয়ার্ডে একযোগে প্রচার মিছিলের সিদ্ধান্ত হয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *