এমপিও নীতিমালা ২০১৮ সংশোধনে কলেজ শিক্ষকদের মানববন্ধন

এমপিও নীতিমালা ২০১৮ সংশোধন পূর্বক পূর্বের ন্যায় প্রভাষক পদে ৮ বছর পূর্তিতে ৯ম গ্রেড থেকে ৭ম গ্রেডে বেতন বৃদ্ধি, অনুপাত প্রথা (৫ঃ২) বাতিল করে নির্দিষ্ট সময়ান্তে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি, অধ্যক্ষ/উপাধ্যক্ষ পদে সহকারি অধ্যাপক পদের অভিজ্ঞতা সহ সকল শিক্ষক বিরোধী আইন প্রত্যাহারের দাবীতে কলেজ শিক্ষক পরিষদ, সিলেটের আয়োজনে ২৮জুন বৃহস্পতিবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

প্রভাষক জ্যোতিষ মজুমদারের সভাপতিত্বে ও প্রভাষক মোঃ আব্দুল মতিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, আইসিটি ফর এডুকেশন এর সিলেট জেলা অ্যাম্বাসেডর প্রভাষক শহীদুল ইসলাম, শিক্ষক নেতা কামরুজ্জামান চৌধুরী, প্রভাষক জামাল হোসেন, প্রভাষক শংকর কুমার দাস, প্রভাষক আয়েশা সিদ্দিকা, প্রভাষক এম আহমদ হোসেন, প্রভাষক কামরুল আনাম চৌধুরী, প্রভাষক সুব্রত রায়, প্রভাষক মাহমুদ সুলতান, প্রভাষক জহিরুল ইসলাম, প্রভাষক এমরান আহমদ, প্রভাষক ফারুক আহমদ, প্রভাষক লুৎফুর রহমান, প্রভাষক শান্ত ভট্টাচার্য্য, প্রভাষক ফয়সল মিয়া, সিনিয়র শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল বাছিত, অসীম রঞ্জন তালুকদার, দেবব্রত সাহা প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, এমপিও নীতিমালা ২০১৮ কলেজ শিক্ষকদের জন্য মড়ার উপর খাড়ার ঘা স্বরূপ। তাই অবিলম্বে এই নীতিমালা সংশোধন করে মেধাবীদের শিক্ষকতা পেশায় উৎসাহিত করার জন্য সরকারের প্রতি আহবা জানান। অন্যথায় দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাজ দূর্বার আন্দোলন গড়ে তুলবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *