সিলেট নগরীর সুবিদ বাজার থেকে মোঃ মুজাহিদুল হক চৌধুরী (১৫ ) নামে নবম শ্রেণীর এক ছাত্র গত ২৩ জুন থেকে নিখোঁজ রয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, ছাত্রটি ২৩ জুন শনিবার সকাল ৮টায় নূরানি ১২/৮ বনকলা পাড়া, সুবিদ বাজারের বাসা থেকে দর্শনদেউড়ীস্থ মুহিবুর রহমান একাডেমিতে যাবার কথা বলে বের হয়ে আর বাসায় ফিরেনি।
তার পিতার নাম মুহিবুল হক এবং মাতা জামিলা ইয়াছমিন চৌধুরী। ছেলেটির গায়ের রং শ্যামলা,উচ্চতা-৫ফুট ৬ইঞ্চি। সে সিলেটি আঞ্চলিক ভাষায় কথা বলে।
পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে বিমানবন্দর থানায় জিডি করা হয়েছে।(জিডি নং ৯৯০)
কেউ ছেলেটির সন্ধান পেলে 01712 67 77 34 এই মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
কমেন্ট