মাদরাসা -এ- তৈয়্যবিয়া তাহেরিয়া হেলিমিয়া সুন্নিয়া’র ছাত্রসংসদের উদ্যোগে চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ আ’লা হযরত শাহ আহমদ রেযা খান বেরলভী (রা) এর খোশরোজ শরীফ উদযাপন উপলক্ষে গতকাল রাতে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
ছাত্র সংসদের ভি.পি মুহাম্মদ আবদুস সামাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সিলেট জেলার সাবেক সভাপতি আলামা অধ্যক্ষ মুহাম্মদ জালালুদ্দীন আল কাদেরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতি সিলেট জেলার সভাপতি মাওলানা নূরুল আমীন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা সিলেট জেলার অর্থ সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ তাওহিদুল ইসলাম জুবায়ের, তাহেরিয়া ওয়েল-ফেয়ার সোসাইটি সিলেটের সাধারণ সম্পাদক আব্দুর রকিব, ছাত্রসেনা জালালাবাদ থানার সহ-সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ আব্দুর রকিব, এহসানুল হক, আফজাল আহমদ, আব্দুর রহমান, হুসাইন আহমদ, আলী হুসাইন, জামিল করিম, আব্দুস সালাম, ইমরান, খালেদ, হাবীব, সালেহ, ইমন, সোহাগ প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হলো জঙ্গীবাদ সমস্যা। এ সমস্যার জন্য দায়ী ওহাবী সালাফী গোষ্ঠী। পূর্বকাল থেকেই ওহাবী সালাফীরা ইসলামের অপপ্রচার করে জিহাদের নামে অশান্তি সৃষ্টি করে যাচ্ছে। আ’লা হযরত (রা) উনার লেখনীতে ওহাবী সালাফীদের হিংস্রতা ও বর্বরতার বর্নণাসহ খণ্ডণ ও প্রতিকার বিশদভাবে বর্ননা করে গেছেন। আজ আ’লা হযরতের দর্শন সমাজের সকল স্তরে পৌছাতে সক্ষম হলে ওহাবী সালাফী তথা জঙ্গীবাদের মূলোৎপাঠন সম্ভব হবে। আ’লা হযরতের দর্শন জঙ্গীবাদের মহৌষধ।