নিউজ ডেস্ক:: মাদকের বিরুদ্ধে পুলিশ যে যুদ্ধ ঘোষণা করেছে তা অব্যাহত থাকবে জানিয়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘মাদক ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলবে।’ এ সময় তিনি মাদক নির্মূল করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
মঙ্গলবার (২৬ জুন) আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ডিএমপি কমিশনার বলেন, ‘ঢাকা মহানগরীতে প্রতিদিন মাদকের আখড়া সনাক্ত করে তা গুঁড়িয়ে দেয়া হচ্ছে। আজকেও (২৬ জুন) মিরপুরের পল্লবীর বিভিন্ন এলাকায় তিন হাজার পুলিশ মাদক বিরোধী অভিযান চালাচ্ছে এবং এটা প্রতিদিনই চলবে।’
তিনি অঙ্গীকার করে বলেন, ‘এই নগরীতে যদি একটি মাদকের আখড়াও থাকে, তাহলে আমরা সেটিকেও গুঁড়িয়ে দেবো। মাদক ব্যবসায়ী যেই হোক, তার পরিচয় যাই হোক, তিনি যত প্রভাবশালীই হোন না কেন কাউকেই রেহেই দেয়া হবে না। আমি আবারও বলতে চাই, মাদক ব্যবসায়ী যেই হোক তার কোমোড়ে রশি বেঁধে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে ইনশাল্লাহ।’
আছাদুজ্জামান মিয়া বলেন, ‘আপনারা জানেন হলি আর্টিজেনের ঘটনার ৬ মাসের মধ্যে আমরা জঙ্গি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি। আশা করি সর্ব স্তরের মানুষের সহযোগিতায় মাদক সমস্যা নিয়ন্ত্রণ করতে সক্ষম হবো।’
তিনি আরও বলেন, ‘যদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য মাদক ব্যবসায়ীর সহয়তা করার নূন্যতম চেষ্টা করে তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হবে।’
আলোচনা সভায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী উপস্থিত ছিলেন।