নিউজ ডেস্ক:: বড় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহন শেষ হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচনের। এখন চলছে ভোট গনণার কাজ।
এদিকে, কড়া নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে গাজীপুর সিটি করপোরেশনে ভোট হচ্ছে। মঙ্গলবার (২৬ জুন) সকাল ৮টায় মহানগরীর ভোট কেন্দ্রগুলোয় একযোগে ভোট গ্রহণ শুরু হয়। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। প্রায় প্রতিটি কেন্দ্রের সামনে ছিলো ভোটারদের লম্বা লাইন।
সকাল ৮টায় ভোট গ্রহণ শুরুর অনেক আগে থেকেই কেন্দ্রগুলোর সামনে ভিড় জমতে থাকে ভোটারদের। নারী-পুরুষরা আলাদা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকেন ভোট কেন্দ্র খোলার। তাদের মধ্যে উৎসবের আমেজ দেখা গেছে।
এছাড়া, কেন্দ্র দখল, জালভোট, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগে গাজীপুর সিটির নির্বাচনে ৩৭. ৩৪২. ৩৭২.৩৭৩ ও ৩৮ নাম্বার কেন্দ্রের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে।