সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
রোববার (২৪ জুন) দুপুরে সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় সিলেট সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছ থেকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী কামরানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন মহানগর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিরাজ বক্স, ব্যক্তিগত সহকারী বদরুল ইসলাম।
কমেন্ট