বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, মেয়রের দায়িত্বকে আমি আমানত হিসেবে মনে করি। জনগণের সহযোগিতায় জনগণের জন্য ‘খাদেম’ হিসেবে কাজ করতে চাই। একটি পরিকল্পিত নগরী করে দিতে চাই, যে নগরের সবাই স্বচ্ছন্দে বসবাস করবে। মেয়র নির্বাচিত হলে আধুনিক নাগরিক সুবিধা সম্বলিত সিটি করপোরেশন গঠন, যানজট নিরসন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকের বিস্তাররোধসহ নানা বিষয়ে কাজ করতে চাই। একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যানের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে নির্বাচিত কাউন্সিলরদের সহযোগিতায় জনগণের যে আশা-প্রত্যাশা, তা পূরণ করার চেষ্টা করব। পরিশেষে তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
২৭নং ওয়ার্ডের পাঠানপাড়া এলাকাবাসীর উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা গুলজার খানের বাড়িতে প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
পাঠানপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়ালী মোঃ মোজাফফর খানের সভাপতিত্বে ও ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ছয়েফ খানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিজাম উদ্দিন ইরান, বীর মুক্তিযোদ্ধা মোঃ গুলজার খান, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি এডভোকেট বিপ্লব কান্তি দে মাধব, মুহিবুর রহমান শাহজাহান, আব্দুল মান্নান, বিশিষ্ট মুরব্বী কামাল উদ্দিন আহমদ। বক্তব্য রাখেন, মহানগর ছাত্রলীগের মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান, মহানগর কৃষকলীগের যুগ্ম সম্পাদক শমশের সিরাজ সোহেল, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান, ২৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি হাজী মানিক মিয়া, সাধারণ সম্পাদক সেলিম আহমদ সেলিম, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরুল, আওয়ামীলীগ নেতা বিলাল খান, কুচাই ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আখতার হোসেন, যুগ্ম সম্পাদক এম এন ইসলাম, ২৭নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জুয়েল আহমদ, বিলাল আহমদ, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম উজ্জল, অর্থ সম্পাদক আব্দুস সালাম শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক খান, সিনিয়র সদস্য আব্দুস সাত্তার, ফজলুল হক, বিনেশ কর দুলু, মাহমুদুল হক, কাশেম খান, জয়নাল আহমদ জানু, আব্দুল আজিজ হাবান, রিয়াজ উদ্দিন, শাহবাজ মিয়া, মানিক রায়, আফতাবুল কামাল রেকি, শাহেদ আহমদ আরবী, শ্রমিক লীগ নেতা অপূর্ব চৌধুরী, ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি গোলজার আহমদ জগলু, সাবেক সাধারণ সম্পাদক মোমিনুল হক বকুল, তপন গুপ, আলমগীর হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি খালেদ আহমদ, সহ সভাপতি রেজওয়ান খান, ফখরুল ইসলাম, ইফতেখার হোসেন ফাহিম, হিমেল কান্তি দেব, খাজেদ আহমদ, তানজিম খান, ইফাজ খান, জীবন মুরাদ, ফাহিম খান প্রমুখ।