নিউজ ডেস্ক:: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে কাইয়ুম (২৮) নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
রবিবার দিবাগত রাত দুইটার দিকে এ বন্দুকযুদ্ধর ঘটনা ঘটে। নিহত মাদক বিক্রেতা কাইয়ুম চোখা মনাকশা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। আহত হলেন- ওই গ্রামের মৃত কলিম উদ্দীনের ছেলে ফিরোজ (২৮)। তাকে রাজশাহী মেডিকেল কলেজ ভর্তি করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার মুজাহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিক্রেতাদের আটক করতে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। কিছুক্ষণ পরে তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।