নিউজ ডেস্ক:: মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে ঢাকাসহ দেশের ৫ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। আর এ কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
আজ রোববার আবহাওয়া অধিদপ্তর এক সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর কারণে আজ সকাল সাড়ে ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়াসহ ভারী (৪৪-৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটার পর্যন্ত) বৃষ্টি হতে পারে।
“আর এই অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ী এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।”
এদিকে আরেক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর বলেছে, এদিন ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়া ও বিজলী চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা (১-২) ডিগ্রি সে. কমতে পারে।