সিলেট নগরীর শিবগঞ্জে মশিউর রহমান তাসিন হত্যা মামলার আরো ৩ আসামীকে সিলেট এর বিভিন্ন স্থান হতে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে শাহপরাণ(রহঃ) থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে-বিআইডিসি ৪নং রোডের আল বারাকা আবাসিক এলাকার বাসিন্দা ইয়াকুব আলীর পুত্র মোঃ মিলন আহমদ (১৮), বাঘমারা আলুরতল এলাকার বাসিন্দা সুরমান আলীর পুত্র জুম্মান আহমদ (১৮) এবং মোগলাবাজার থানার সিলাম রুস্তুমপুর গ্রামের বাসিন্দা মৃত মোঃ আওয়ালের ছেলে অপু হোসেন (১৮)।
শুক্রবারই তাদেরকে আদালতে প্রেরণ করা হয় বলে এসএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মুহম্মদ আবদুল ওয়াহাব জানিয়েছেন।
নগরীর শিবগঞ্জে গত ১৬ জুন খুন হন তাসিন। এর আগে গ্রেফতার করা হয় আরো চার আসামীকে।
কমেন্ট