কামরানের মনোনয়নে উচ্ছ্বসিত সিলেট আওয়ামী লীগ

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাওয়ায় সিলেট আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ উচ্ছ্বসিত ।

তারা এই উচ্ছ্বাস প্রকাশ করতে শুক্রবার রাতে সিলেট নগরীতে বর্ণাঢ্য মোটরশোভাযাত্রা ও আনন্দ মিছিল করেছেন ।

সন্ধ্যা ৭টায় মেয়র পদে কামরানকে নৌকার প্রার্থী হিসেবে চূড়ান্ত মনোনয়নের খবর
ছড়িয়ে পড়লে সিলেট নগরীতে তারা উল্লাসে রাস্তায় নেমে আসেন। খন্ড খন্ড মিছিল ও মোটর শোভাযাত্রা নিয়ে কামরান সমর্থকরা নগরীর মাছিমপুরস্থ সাবেক মেয়রের বাসায় জড়ো হন।

সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি আব্দুল বাছিত রুম্মান বলেন, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরানকে নৌকা প্রতীকের চূড়ান্ত প্রার্থী মনোনয়ন করায় আমরা আনন্দিত।
দেশের গুরুত্বপূর্ণ সিটি কর্পোরেশন সিলেট পুনরুদ্ধারে তিনিই শক্তিশালী প্রার্থী। এটি শেখ হাসিনার বিচক্ষণ সিদ্ধান্ত। আমরা মনে করি আগামী নির্বাচনে সিলেটে নৌকার বিজয় নিশ্চিত হবে।

মিছিলে সিলেট সদর উপজেলার জালালাবাদ থানা আওয়ামী লীগের সভাপতি উস্তার আলী, ১৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল মালিক সুটন, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক লিটন পাল, মহানগর যুবলী নেতা মেহেদী কাবুল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম হাছান চৌধুরী সাজেদ, ২৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আবুল ফজল নূর আলী, মহানগর ছাত্রলীগ নেতা আলী হোসেন, কেন্দ্রীয় তাঁতী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বাদশা গাজী, মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএইচ ইলিয়াছ দিনার, যুব নেতা ফয়জুন নূর জাকি প্রমুখ মিছিলে উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *