বিয়ানীবাজার পৌরসভার ২০১৮-২০১৯ সালের প্রাক বাজেট নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন পৌর মেয়র মোঃ আব্দুস শুকুর। বুধবার বিকেল ৩টায় পৌরসভার হলরুমে বাজেটের নানা দিক নিয়ে আলোচনা করেন পৌর মেয়র আব্দুস শুকুর। আলোচনা সভায় অতিথি হিসেবে যোগ দেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান খান, সিলেটের নাট্য অভিনেতা শাহেদ মোশারফ (কটাই মিয়া)।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, চ্যানেল এস-এর সিনিয়র স্টাফ রিপোর্টার এম. হাসানুল হক উজ্জল, সাংবাদিক আব্দুল ওয়াদুদ, সমকাল প্রতিনিধি আহমেদ ফয়সাল, দিবালোক সম্পাদক হাসান শাহরিয়ার, সময়চিত্র সম্পাদক ফয়জুল হক শিমুল, ছড়াকার লোকমান আহমদ আপন, সাপ্তাহিক সম্ভাবনা সম্পাদক মাছুম আহমেদ, জিবি নিউজ প্রতিনিধি মুকিত মোহাম্মদ, সাপ্তাহিক নবদ্বীপ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহিন আলম হৃদয়, সাপ্তাহিক দিবালোক পত্রিকার স্টাফ রিপোর্টার হাসান আহমদ, যুগান্তর প্রতিনিধি সুয়াইবুর রহমান স্বপন, দৈনিক শ্যামল সিলেট প্রতিনিধি সুফিয়ান আহমদ, বাংলাদেশের খবর প্রতিনিধি সামিয়ান হাসান, যায়যায় দিন প্রতিনিধি তাজবীর আহমদ সাইমসহ আরো অনেকে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পৌরসভার সচিব নিকুঞ্জ ব্যানার্জি, কাউন্সিলর নাজিম উদ্দিন, শাহাব উদ্দিন, আব্দুল কাইয়ুম, মিছবাহ উদ্দিন, এমাদ আহমদ, মহিলা কাউন্সিলর রোশনা বেগম, মরিয়ম বেগম প্রমুখ।
মতবিনিময়