হবিগঞ্জের লাখাইয়ে ইব্রাহিম মিয়া (২২) নামে এক যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২১ জুন) দুপুরে উপজেলার বামৈ পশ্চিম গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব। নিহত ইব্রাহিম একই গ্রামের আবু মিয়ার ছেলে। পরিবারের বরাত দিয়ে ওসি জানান, বৃহস্পতিবার দুপুরে পরিবারের সবার অগোচরে ইব্রাহিম কীটনাশক ট্যাবলেট ‘বুলেট’ সেবন করে ছটফট করতে থাকেন।
পরে বিষয়টি নজরে আসলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথেই ইব্রাহিমের মারা যান। মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।