সিলেটের বালাগঞ্জ উপজেলার বোয়ালজুর ইউনিয়নের বন্যাক্রান্তদের দেখতে সেখানে যান বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা জজ কোর্টের পিপি এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
মঙ্গলবার বিকালে তিনি বোয়ালজুর ইউনিয়নের নশিয়রপুর গ্রামের প্লাাবিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ব্যনার্তদের খোঁজখবর নেন এবং সহায়তার আশ্বাস দেন।
এসময় তিনি বলেন- ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বের হয়েছি। আপনাদের দুর্ভোগ দেখে গেলাম। আপনাদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী বরাদ্দ দেওয়া হচ্ছে। শুধু ত্রাণ সামগ্রীই নয়, আপনারা যারা ক্ষতিগ্রস্থ হয়েছেন, বন্যার পর তাদের প্রত্যেককে পুনর্বাসনও করা হবে সরকারের পক্ষ থেকে।
এছাড়া বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদেরকে আহবান জানান এ আওয়ামী লীগ নেতা।
এসময় তার সাথে ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম ইছন প্রমুখ।