নিউজ ডেস্ক:: সিলেটে নৌকাভ্রমণে গিয়ে এক ছাত্রী নিখোঁজ হবার ঘটনা ঘটেছে। নিখোঁজ ছাত্রীর নাম ফাতেমা আক্তার মিলি (১৭)। রোববার (১৭ জুন) বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার পূর্ব পাশে নিখোঁজ ছাত্রী ফাতেমাসহ ৪ বান্ধবী মিলে নৌকাভ্রমণে যায়। হঠাৎ করে নৌকা উল্টে গেলে তিনজন সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও ফাতেমা উঠতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা ৭টা) ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ফাতেমা সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাস করেছে। সে মিরাপাড়া এভারগ্রীন আবাসিক এলাকার মৃত বাবুল মিয়ার কন্যা বলে জানা গেছে।
কমেন্ট