অনলাইনে পিয়া বিপাশা-ইভানের ‘এল ক্লাসিকো লাভ’

বিনোদন ডেস্ক:: শুধু ছোট পর্দা কিংবা বড় পর্দা নয়, অনেক দর্শক এখন বিজ্ঞাপনের ঝামেলা এড়াতে অনলাইনে বিভিন্ন শর্ট ফিল্ম এবং নাটক দেখতে পছন্দ করেন। ছোট পর্দার অভিনেত্রী পিয়া বিপাশা ও অভিনেতা-উপস্থাপক ইভান সাইর একসঙ্গে ‘এল ক্লাসিকো লাভ’ নামে একটি শর্টফিল্মে অভিনয় করেছেন।

এ প্রসঙ্গে ইভান মানবজমিনকে বলেন, এরই মধ্যে যে কয়েকটি কাজ করেছি সেগুলো যত্ন নিয়ে করার চেষ্টা করেছি। ‘এল ক্লাসিকো লাভ’-এর গল্পটি দারুণ। আর অনলাইন চ্যানেল লাইভ টেকনোলজিতে এই শর্টফিল্মের জন্য করা মেরাজ ও বৃষ্টির গাওয়া ‘জিন্দেগি তুই’ গানটি এরইমধ্যে দর্শক বেশ পছন্দ করেছে। ‘এল ক্লাসিকো লাভ’ দর্শকরা ঈদে পছন্দ করবেন বলে আশা করছি।

পিয়া বিপাশা জানান, এবার ঈদে খুব বেশি কাজ করিনি। আশা করি, সঞ্জয় সমদ্দারের পরিচালনায় ‘এল ক্লাসিকো লাভ’ ঈদে দর্শকরা পছন্দ করবেন। এদিকে ইভান সাইর ইশতিয়াক আহমেদের শর্টফিল্ম ‘সোফাসেট’ ঈদের পঞ্চম দিনে লায়নিক মাল্টিমিডিয়া থেকে প্রকাশ হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *