কানাইঘাটে বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা

নিউজ ডেস্ক:: টানা বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সুরমা নদীর পানি বইছে বিপদসীমার উপর দিয়ে।

বুধবার সুরমার কানাইঘাট পয়েন্টে পানি ১৪৫ সে.মি উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানির প্রবাহ ক্রমাগত বাড়ছে। এ কারণে কানাইঘাট বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

ঈদের ঠিক পূর্ব মুহুর্তে বন্যার পানি কানাইঘাট বাজারে ডুকে পড়ায় কেনাকাটায় আসা নারী শিশুরা বিপাকে পড়েছেন। এ ছাড়াও পৌরসভার ১নং ওয়ার্ডের বায়মপুর, ২নং ওয়ার্ডের রামপুর গ্রামে পানি ঢুকার খবর পাওয়া গেছে। ইতিমধ্যে উপজেলার চাতল হাওর সহ সবকটি হাওরে পানি ঢুকতে শুরু করছে।

পানি ক্রমেই বাড়ার কারনে গৌরিপুর, কান্দেবপুরে নব নির্মিত সুরমা ডাইক নিয়ে চিন্তিত রয়েছেন এলাকার মানুষ। এদিকে উপজেলার নদী ভাঙ্গন কবলিত এলাকার মধ্যে বন গৌরিপুর, গৌরিপুর, নয়ামাটি, ছোটদেশ, চড়িপাড়া, কুওরঘড়ি ও খুলুরমাটি সহ বিভিন্ন এলাকার সুরমা নদীর ডাইক ভেঙ্গে বন্যা দেখা দেওয়ার আশংকা রয়েছে।

কানাইঘাট পানি উন্নয়ন বোর্ড অফিসের গেজ রিডার ফেরদৌসী বেগম জানান, ভোর হতে কানাইঘাট সুরমা নদীর পানি বিপদ সীমার ১৪৫ সে. মি. এর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এখন পর্যন্ত উপজেলার কোথাও মানুষ পানিবন্দী কিংবা বন্যার পানিতে প্রাণ হানির খবর পাওয়া যায়নি। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সুরমা নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *