নিজস্ব প্রতিনিধি:: হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের কমলা নগর গ্রামের শশা ক্ষেত পুলিশ এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৩ জুন বুধবার দুপুরে স্থানীয় লোকজন একটি শশা ক্ষেতের মাটিতে একটি মহিলার লাশ পরে থাকতে দেখে কাশিম নগর পুলিশ ফাঁড়ির এসআই শাহ আলমকে খবর দেওয়া হয়।
পরে খবর পেয়ে সহকারী পুলিশ সুপার এস এম রাজু আহমেদ ও মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী সহ পুলিশ ঘটনা স্থলে গিয়ে অর্ধ গলিত এক মহিলার লাশ উদ্ধার করেন।
ওসি চন্দন কুমার চক্রবর্তী জানান, লাশটি পঁচন ধরেছে।ধারণা করা হচ্ছে,কেউ হয়তো হত্যা করে লাশ এখানে ফেলে রেখেছে। আমরা ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করেছি।
কমেন্ট