বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের উদ্যোগে গতকাল সোমবার সিলেট নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
পরিষদের সভাপতি এডভোকেট মো: মনির উদ্দিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট গোলাম ইয়াহইয়া চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ লালা । বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল কুদ্দুছ।
বক্তব্য রাখেন বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলা আইনজীবী পরিষদের যুগ্ম সম্পাদক এডভোকেট মো: জুয়েল, এডভোকেট সুশীল চন্দ্র দাশ, অর্থ সম্পাদক এডভোকেট গোলাম রাজ্জাক চৌধুরী জুবের, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট ফজলুল হক, সিনিয়র সদস্য এডভোকেট মুহিত লাল ধর, সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, দপ্তর সম্পাদক এডভোকেট শাহ সাহাদাত আলী শাকী, সহ-দপ্তর সম্পাদক এডভোকেট ইমরান আহমদ, সহ-ক্রীড়া সম্পাদক মুজিবুল হক জাবেদ। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, এডভোকেট জহুরল ইসলাম সিরাজ, এডভোকেট মোতাহির আলী, এডভোকেট গোলজার হোসেন খোকন, এডভোকেট রহমত আলী, এডভোকেট বাবুল মিয়া, এডভোটেক আব্দুর রাজ্জাক ও মজনুর রহমান, মান্না দেব, ওয়ালিদ প্রমুখ।-বিজ্ঞপ্তি