নিউজ ডেস্ক:: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যানজট এড়াতে ঈদের আগের তিনদিন মহাসড়কে ভারী যানবাহন চলবে না। একই সঙ্গে তিনি পুলিশকে নির্দেশ দিয়েছেন ভিআইপিদের গাড়ী উল্টোপথে যাতে যেতে না পারে।
আজ শনিবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কথা বলেন তিনি। এসময় মন্ত্রী আরো বলেন, ছোট ছোট গাড়িগুলো যেগুলো ব্যাটারিচালিত সেগুলো হাইওয়েতে আসবে না। দুই নম্বর হচ্ছে- ফিটনেসবিহীন গাড়ি চলবে না। তিন নম্বর হচ্ছে ভারী যানবাহন ঈদের আগে তিনদিন চলবে না।
জ্বালানি, ওষুধপত্র, গার্মেন্ট এগুলো আওতামুক্ত থাকবে। উল্টো পথে গাড়ি- চালানো ব্যাপারটি কঠোরভাবে দেখতে হবে। যাতে রং সাইডে গাড়ি না চলে। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে তিনি বলেন, তিনটি মনিটরিং টিম তো হয়েছে। ভাড়া বেশি নেওয়া হচ্ছে কি না বিশেষ করে ভাড়ার ব্যাপারটা এই কমিটিকে কঠোরভাবে দেখতে হবে। অতিরিক্ত ভাড়া যাতে আদায় না হয়।