নিউজ ডেস্ক:: কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে প্রবেশ করেছেন তার ব্যক্তিগত চার চিকিৎসক। আজ শনিবার বিকাল চারটার দিকে চিকিৎসকরা কারাগারে যান। বিশেষজ্ঞ চিকিৎসকরা হলেন- মেডিসিন বিশেষজ্ঞ ডা. এফ এম সিদ্দিকী, নিউরো সার্জন বিশেষজ্ঞ ডা. ওয়াহিদুর রহমান, চক্ষু বিশেষজ্ঞ প্রফেসর ডা. আব্দুল কুদ্দুস, মেডিসিন বিশেষজ্ঞ ও খালেদা জিয়ার বোনের ছেলে ডা. মো. মামুন। গতকাল পরিবারের সদস্যরা খালেদার সঙ্গে দেখা করে এসে অভিযোগ করেন গত ৫ই জুন তিনি মাথা ঘুরে পড়ে যান। তিন সপ্তাহ যাবত জ্বরে আক্রান্ত। পা ফুলে গেছে।
ফলে শারীরিক ভারসাম্য রাখতে পারছেন না। এমন অভিযোগের পরই আজ চিকিৎসকরা কারা কর্র্তপক্ষের অনুমতি নিয়ে তার সঙ্গে দেখা করতে যান। এদিকে গতকাল নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খালেদা জিয়ার সুচিকিৎসার দাবি জানিয়ে আজ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ৮ই ফেব্রুয়ারি থেকে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পুরান ঢাকার নাজিম উদ্দিন রোড়ের পুরাতন কেন্দ্রীয় কারাগারে আছেন খালেদা জিয়া।