এতিম শিশুদের মধ্যে সিলেটরে পাঁচ তরুণ সমাজকর্মীর ঈদ বস্ত্র বিতরণ

রিমা বেগম পপি:: সিলেট নগরীর বাগবাড়ীস্থ ছোট মণি নিবাসের এতিম শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করেছেন পাঁচ তরুণ সমাজকর্মী।

৮জুন শুক্রবার দুপুরে তরুন সমাজকর্মী মো: মাছুম আহমেদ, জাহেদ আহমেদ, মোঃ সুলতান, হাসান আহমেদ, কামরান হোসেনে এর উদ্যোগে ছোট মণি নিবাসে বসবাসরত প্রায় ৩৮জন এতিম শিশুর মধ্যে তারা ঈদের নতুন জামা কাপড় ও জুতা বিতরণ করেন।

তরুন সমাজকর্মীগন জানান মা, বাবা স্বজনহারা এই শিশুদের সাথে আসন্ন ঈদের আনন্দ ভাগাভাগি করতেই আমাদের এই উদ্যোগ। আমরা অসহায় শিশুদের জন্য কাজ করতে চাই, তাদের পাশে দাড়াতে চাই। শিশুদেরকে আনন্দ থেকে বঞ্চিত রেখে ঈদের আনন্দ পরিপূর্ণ হতে পারে না। তাই এদের পাশে দাড়িয়ে কিছুক্ষনের জন্যও যদি এই শিশুগুলোর মন থেকে তাদের মা বাবা বিহীন বসবাসের দুঃখ সরিয়ে দিয়ে আনন্দ এনে দিতে পারি এটা আমাদের প্রচেষ্টা। আমরা শুধু ছোট মণি নিবাস নয় অন্যান্য এতিম খানায়ও এভাবে এতিম শিশুদের সাহায্য করার চেষ্টা করব।

ঈদ বস্ত্র বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, আকবর আহমদ, , মিজান আহমদ, জুয়েল আহমদ, জাহাঙ্গীর আহমদ, নাসির, রনি, রাজিব পাল, আহাদ, মুজাহিদ, প্রদীপ, হাজী রায়েল আহমদ, মোঃ মামুন আহমদ, যিশু বর্ধন, ইয়াছিন আরাফাত, খসরু আহমদ, আশিক আহমদ, শিপলু আহমদ ও মোজাহিদ আহমদ।

উল্লেখ্য, গত ১ জুন এই তরুণ এই পাঁচ সমাজকর্মী ছোট মণি নিবাসের ওই শিশুদের মধ্যে খাবারও বিতরন করেছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *