যুক্তরাজ্যের কিতলি টাউন কাউন্সিলে নতুন ইতিহাস সৃষ্টি করে ইয়র্কশায়ারে জগন্নাথপুর তথা বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বিশিষ্ট কমিউনিটি নেতা বাংলাদেশী কমিউনিটির গর্ব জনাব ফুলজার আহমেদ প্রথম বাংলাদেশী হিসেবে মেয়র নির্বাচিত হয়েছেন ।
বিগত ১৭ মে বৃহস্পতিবার সময় বিকাল সাড়ে ৬ টায় কিতলির টাউন হল চেম্বারে কাউন্সিল মিটিংয়ে এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয় । তার পর গত ৩১ মে বৃহস্পতিবারে মেয়র মেইকিং অনুষ্ঠান সম্পন্ন হয় এতে উপস্থিত ছিলেন ব্রাডফুরডের সাবেক লর্ড মেয়র কাউন্সিলর আবিদ হোসেন সাবেক লর্ড মেয়র কাউন্সিলর খাদিম হোসেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক এমপি জনাব শাহীনুর পাশা চৌধুরী বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব আজাদ উদ্দিন সাহেব জনাব আহসান উল্লাহ মাষ্টার সাহেব চেয়ারম্যান বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশন (BCA) কিতলি এবং কাউন্সিলরগন সহ কমিউনিটির সর্বস্তরের নেতৃবৃন্দ ।
জনাব ফুলজার আহমেদ ২০১৫ সালে কিতলি টাউন কাউন্সিলের নির্বাচনে বিজয়ী হন ।ফুলজার আহমেদের বাড়ি বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার সাচায়ানী গ্রামের মরহুম আল হাজ আব্দুল বারীর ছেলে । তিনি সকলের দোয়া প্রার্থী ।