নিজস্ব প্রতিনিধি:: গোবিন্দগঞ্জ পয়েন্ট এলাকা থেকে এক ইয়াবাসহ মো.জায়েদ মিয়া (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। সে ছাতক উপজেলা দীঘলি রামপুর গ্রামের আ. আমিন মিয়ার পুত্র।
রোববার গভীর রারে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মো. আব্দুল খালেক-এর নেতৃত্বে ছাতক থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে গোবিন্দগঞ্জ এলাকা থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. জায়েদ মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত জায়েদ মিয়া আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসা করে আসছে। তাকে ছাতক থানায় হস্তান্তর করা হয়েছে।
কমেন্ট