কাগিসো রাবাদার জয়জয়কার

খেলাধুলা ডেস্ক:: দু’বছর আগে গড়েছিলেন ইতিহাস। এবার তারই পুনরাবৃত্তি। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার বার্ষিক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আবারও কাগিসো রাবাদার জয়জয়কার। তরুণ এই ফাস্ট বোলার একাই জিতেছেন ছয়টি পুরস্কার।

২০১৬ সালেও এমন ‘ছক্কা’ হাঁকিয়েছিলেন রাবাদা! দক্ষিণ আফ্রিকার কারও একসঙ্গে ছয়টি পুরস্কার জয়ের প্রথম কীর্তি ছিল সেটি। বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার ‘ক্রিকেটার অব দ্য ইয়ার’ তো রাবাদা জিতেছেনই, পাশাপাশি জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার, বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার, ক্রিকেটারদের ভোটে সেরা ক্রিকেটার, সমর্থকদের ভোটে সেরা ক্রিকেটার এবং বর্ষসেরা ডেলিভারির পুরস্কার।

গত মার্চে কেপটাউন টেস্টে ডেভিড ওয়ার্নারের স্টাম্প উপড়ে ফেলা বলটিতে জিতেছেন বছরের সেরা ডেলিভারির পুরস্কার। মূল পুরস্কারগুলোর মধ্যে একটিই কেবল জিতেছেন রাবাদা ছাড়া অন্য কেউ। বর্ষসেরা টি ২০ ক্রিকেটার হয়েছেন সদ্য অবসরে যাওয়া এবি ডি ভিলিয়ার্স।

সেরা নতুন মুখের পুরস্কার অনুমিতভাবেই জিতেছেন এইডেন মার্করাম। টেস্ট ক্রিকেটে অভিষেক মৌসুমে হাজার রান করেছেন এই ব্যাটসম্যান, ওয়ানডেতে দল নেতৃত্বের স্বাদও পেয়েছেন। গত অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ৩৫ বলে সেঞ্চুরিতে টি ২০তে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়া ডেভিড মিলার পেয়েছেন ‘অলওয়েজ অরিজিনাল অ্যাওয়ার্ড’।

মেয়েদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন অধিনায়ক ডানে ভ্যান নিকার্ক। ক্রিকেটারদের ভোটে মেয়েদের সেরা হয়েছেন লরা উলভার্ট। ১৯ বছর বয়সী ব্যাটার পাশাপাশি জিতেছেন মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কারও। ওয়েবসাইট।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *