নিউজ ডেস্ক:: কোম্পানীগঞ্জ উপজেলার উৎমা সীমান্তে খাসিয়াদের গুলিতে ইসরাইল আলী (৩৭) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ইসরাইল উপজেলার বিজয় পারুয়া গ্রামের তৈয়ব আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক। রোববার দুপুর সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ইসরাইল আলী কাঠ সংগ্রহ করতে ভারতের সীমানায় ভুল কর ঢুকে পড়েছিলেন। বিষয়টি টের পেয়ে খাসিয়ারা তার ওপর গুলি ছুঁড়ে। এতে ঘটনাস্থলেই ইসরাইল আলী নিহত হন।
এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দিলীপ কান্তি নাথ জানান, উৎমা সীমান্তে খাসিয়ায়াদের গুলিতে একজন কৃষক গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। পুলিশ সেখানে গেছে।
কমেন্ট