নিউজ ডেস্ক:: সিলেট সদর উপজেলার কান্দিরগাঁও ভাগাড়পারে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। শনিবার তারাবির নামাজের সময় সংঘর্ষের এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আব্দুল আহাদ ফকির (৩৫)। সংঘর্ষে আরো বেশ কয়েকজন আহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম এবং পরিচয় জানা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, কান্দিরগাঁওয়ের বাঘারপার গ্রামের জাফর আলী ও মকলিছ মিয়ার পরিবারের মধ্যে বিরোধ চলছিল। শনিবার তারাবির নামাজের পর শালিস বৈঠকের আয়োজন করা হয়েছিল। বিরোধ নিষ্পত্তির লক্ষেই সেখানে জড়ো হয়েছিলেন উভয় পক্ষ। এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয় যা পরবর্তীতে সংঘর্ষে রুপ নেয়।
জালালাবাদ থানার ওসি আখতার হোসেন সংঘর্ষের ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করেছে।