দেশের সকল মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায় : মুকির চৌধুরী

সম্মিলিত সামাজিক আন্দোলন এর বিভাগীয় সমন্বয়ক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মুকির হোসেন চৌধুরী বলেছেন, দেশের সকল মানুষ স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা চায়। নাগরিকদের সেই অধিকার হরণের সুযোগ নেই কারো।

তিনি গেলো ৫ মাসে সড়ক দুর্ঘটনার ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, দুর্ঘটনা কখনো বলে আসেনা। কিন্তু চালকদের বেপরোয়া গতি, অদক্ষতা, অভারটেকিং, ট্রাপিক আইনের প্রতি শ্রদ্ধা না রাখার কারণে প্রতিদিনই নারী-শিশুসহ ঝরে যাচ্ছে তাজা তাজা প্রাণ-যা সকলের জন্য খুবই উদ্বেগজনক। এর জন্য সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে এগিয়ে আসতে হবে।

তিনি গতকাল শনিবার (০২ জুন) বিকেলে সিলেট কেন্দ্রিয় শহিদমিনার প্রাঙ্গণে সম্মিলিত সামাজিক আন্দোলন আয়োজিত “সারাদেশে সড়ক-মহাসড়কে যারযটমুক্ত নিরাপদ এবং আনন্দময় সড়কযাত্রার দাবিতে মানববন্ধন কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

ছড়াকার অজিত রায় ভজনের সভাপতিত্বে ও জেলা সাংগঠনিক সম্পাদক দেবব্রত রায় দিপনের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গীতিকবি হরিপদ চন্দ, গীতিকার আহমেদ বকুল, জেলা নির্বাহি কমিটির সদস্য ফজলুর রহমান, কুমার গণেশ পাল, কবি ও সংগঠক দ্রুব গৌতম, ছড়াকার রিপন আহমদ ফরিদী,সংস্কৃতিকর্মী সজল চৌধুরী, কবি অজয় বৈদ্য অন্তর, সংস্কৃতিকর্মী শরীফ গাজী, মাহমুদ উল্লাহ, হারুন রশিদ ও কবি রিয়াদ আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *