চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক:: কুমিল্লার চৌদ্দগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ সাদ্দাম হোসেন নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত ছিলেন। নিহত সাদ্দাম(৩৬) উপজেলার উজিরপুর ইউনিয়নের ভাটবাড়ি গ্রামের দক্ষিণ পাড়ার আবুল হাসেমের পুত্র।

আজ শনিবার সকালে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল। এ ঘটনায় চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম ও চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সলসহ চার পুলিশ আহত হয়েছেন।

পুলিশ সুত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত পৌণে ৩টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ইবন এলাকায় মাদকের একটি চালান আসছে-এমন তথ্যের ভিত্তিতে পুলিশ সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা একত্রিত হয়ে গুলি করতে থাকে। পুলিশ দাবি করেছে-মাদক ব্যবসায়ীদের গুলিতে চৌদ্দগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার সাইফুল ইসলাম, চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল, এএসআই সারোয়ার হোসেন ও কনস্টেবল শাখাওয়াত হোসেন আহত হন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা শর্টগানের ১৪ রাউন্ড গুলি চালায়।

এসময় সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হলেও মাদক ব্যবসায়ী সাদ্দাম হোসেন গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে পড়ে থাকে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত সাদ্দাম হোসেন, দুই’শ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, তিনটি কার্তুজ উদ্ধার করে। পরে সাদ্দাম হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *