গল্পের শেষটা লিখতে চান মেসি

খেলাধুলা ডেস্ক:: বিশ্বকাপ জেতার জন্য নিজেদের উজাড় করে দেয়ার কথা বলেছেন লিওনেল মেসি। রাশিয়ায় নিজেদের সোনালি প্রজন্মের চির আক্ষেপ ঘোচানোর শেষ সুযোগ হিসেবে দেখছেন তিনি।

আর্জেন্টিনা দলের বিশ্বকাপ প্রস্তুতি চলছে এখন স্পেনের বার্সেলোনায়। প্রস্তুতির ফাঁকেই মেসি জানালেন, গত আসরের ফাইনালে জার্মানির কাছে সেই হার এখনও পোড়ায় তাকে, ‘স্বপ্নপূরণের খুব কাছে গিয়ে হেরেছিলাম। কিন্তু এটাই ফুটবল। সেরা দল সবসময় জেতে না। আমাদের এটা মেনে নিয়েই এগিয়ে যেতে হবে। বাকি সব আর্জেন্টাইনের মতো আমরাও সেদিন কেঁদেছিলাম। বিশ্বাস করুন, যন্ত্রণা এখনও হয়। ব্যথাটা কেউ ভুলে যাইনি।’

ব্যথাটা ভুলতে আরেকবার ফাইনালে উঠে গল্পের শেষটা এবার নতুন করে লিখতে চান মেসি, ‘আমার স্বপ্ন একইরকম আছে। ফাইনালে উঠে শিরোপা জেতা। যদিও এটা অনেক কঠিন। পারলে ফাইনালে উঠে এবার গতবারের ফলটা পাল্টে ফেলতে চাই। আমাদের প্রজন্মের জন্য শিরোপা জেতার এটাই হয়তো শেষ সুযোগ। জানি পথটা কঠিন। তবে আমরা প্রস্তুত।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *