নিউজ ডেস্ক:: ভোলার চরফ্যাশনে বুধবার রাতে মাদকবিরোধী পৃথক দুটি অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন থানা পুলিশ বুধবার রাতে পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডস্থ নিজ বাড়ি থেকে ২০ পিস ইয়াবাসহ মজিবর আকনের ছেলে উপজেলা যুবদল নেতা শহিদুল হাছান দুলাল আকনকে গ্রেফতার করেছে। সিনিয়র সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
একই রাতে দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের মাঝের চর গ্রামের নাছির আহাম্মদ প্যাদার ছেলে নিজাম প্যাদাকে বাবুরহাট বাজার সংলগ্ন তার বাড়ির সামনের রাস্তা থেকে ১শ ১পিস ইয়াবা ও ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।
গ্রেফতারকৃত দুজনকে আসামি করে চরফ্যাশন ও দক্ষিণ আইচা থানায় মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। বৃহষ্পতিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চরফ্যাশন থানার ওসি (তদন্ত) মো.আনিছুর রহমান এবং দক্ষিণ আইচা থানার ওসি হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান তাদের উভয়কে মাদক বিক্রিকালে অভিযান চালিয়ে আটক করা হয়।